শ্ৰীরাম শিরোমণি, মহামহোপাধ্যায় (১২৩০ — ১৩১০ ব. ) বহরমপুর—মুর্শিদাবাদ। নবদ্বীপের তৎকালীন অদ্বিতীয় নৈয়ায়িক পণ্ডিত মাধবচন্দ্ৰ। তর্কসিদ্ধান্তের শিষ্য ছিলেন। শিক্ষা-সমাপ্তির পর তিনি কাশিমবাজারের রাজমাতা কর্তৃক প্রতিষ্ঠিত বহরমপুর জুবিলী টোলের অধ্যক্ষ নিযুক্ত হন। অসাধারণ পাণ্ডিত্য ও চারিত্রিক গুণে তিনি সমগ্ৰ বঙ্গদেশের পণ্ডিত-সমাজের একজন আদর্শ পুরুষ ছিলেন। ১৮৮৭ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি ভূষিত হন। তিনি কোন গ্ৰন্থ রচনা করেন নি।
পূর্ববর্তী:
« শ্ৰীমন্ত মাইতি
« শ্ৰীমন্ত মাইতি
পরবর্তী:
শ্ৰীশ মণ্ডল »
শ্ৰীশ মণ্ডল »
Leave a Reply