শ্রীমা (২১-২-১৮৭৮ –- ১৭-১১-১৯৭৩) প্যারিস-ফ্রান্স। পূর্বাশ্রমের নাম মীরা রিশার। তিনি ও তাঁর স্বামী পল রিশার পণ্ডিচেরীতে শ্ৰীঅরবিন্দের কাছে দীক্ষা নিয়ে (১৯১৪) সেখানেই বসবাস করতে থাকেন। এই দম্পতির চেষ্টায় শ্রীঅরবিন্দের জন্মদিবসে ‘আর্য’ মাসিক পত্রিকা প্ৰথম প্ৰকাশিত হয় (১৫৫৮-১৯১৪)। এই পত্রিকার ফরাসী সংস্করণের ভার ছিল তাঁদের উপর। প্রথম বিশ্বযুদ্ধে স্বামীর সঙ্গে তাঁকেও পণ্ডিচেরী ছাড়তে হয়। যুদ্ধশেষে ২০-৪-১৯২০ খ্রী. পণ্ডিচেরীতে ফিরে আসেন এবং পোশাক-পরিচ্ছদে ও ভাবধারায় সম্পূর্ণভাবে ভারতীয় হয়ে দিব্যজীবনের সাধনায় নিমগ্ন হন। ২৪-১১-১৯২৬ খ্রী. থেকে শ্ৰীঅরবিন্দ লোকচক্ষুর অন্তরালে গিয়ে সাধনাময় জীবন শুরু করলে তিনি পণ্ডিচেরী আশ্রমের পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন। এই সময় আশ্রমের ভিত্তি স্থাপিত হয়। তিনি শিষ্যদের নিকট ‘মা’ বলে পরিচিত হন এবং সকলের সাধক ও বাহ্যিক জীবন পরিচালনার ভার গ্ৰহণ করেন।
পূর্ববর্তী:
« শ্রীপারাবত
« শ্রীপারাবত
পরবর্তী:
শ্ৰীকর নন্দী »
শ্ৰীকর নন্দী »
Leave a Reply