শ্ৰীনাথ ঘোষ (১৮২৬ –- ২৯-৯-১৮৮৬) কলিকাতা। ওরিয়েন্টাল সেমিনারী থেকে শিক্ষা শেষ করে অনুজ গিরিশচন্দ্রের সঙ্গে ‘বেঙ্গল রেকর্ডার’ পত্রিকায় কাজ করেন। এই পত্রিকায় লিখিত একটি প্রবন্ধের জন্য ১৮৫৪ খ্রী. ডেপুটি কালেক্টর হন। পরে কিছুদিন প্রেসিডেন্সী ডিভিশনের কমিশনারের পি. এ. ছিলেন। ১৮৭৫ খ্রী. জুলাই মাসে মাসিক ১ হাজার টাকা বেতনে কলিকাতা কর্পোরেশনের চেয়ারম্যান হন। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা প্রবর্তিত হবার পর তিনি গিরিশচন্দ্রকে সম্পাদনায় সাহায্য করতেন।
পূর্ববর্তী:
« শ্ৰীধর দাস
« শ্ৰীধর দাস
পরবর্তী:
শ্ৰীনাথচন্দ্ৰ প্ৰধান »
শ্ৰীনাথচন্দ্ৰ প্ৰধান »
Leave a Reply