শ্ৰীধর দাস। পিতা-বটুক দাস। মহারাজ লক্ষ্মণ সেন শ্ৰীধরের ও তাঁর পিতারপৃষ্ঠপোষক ছিলেন। ১২০৬ খ্রী. তিনি ‘সদুক্তিকর্ণামৃত’ নামে বৃহৎ গ্রন্থে ৪৮৫ জন লেখকের প্রায় আড়াই হাজার শ্লোক সঙ্কলন করেন। এই সঙ্কলনে কেবল বাঙলার কবিদেরই নয়, অন্য প্রদেশীয় কবিদেরও কিছু শ্লোক আছে। তাঁর সংগৃহীত ‘বৈষ্ণব পদাবলী’ পরবর্তী কালে রূপ গোস্বামীও ব্যবহার করেছেন।
পূর্ববর্তী:
« শ্ৰীধর কথক, ভট্টাচাৰ্য
« শ্ৰীধর কথক, ভট্টাচাৰ্য
পরবর্তী:
শ্ৰীনাথ ঘোষ »
শ্ৰীনাথ ঘোষ »
Leave a Reply