শ্ৰীধর কথক, ভট্টাচাৰ্য (১৮১৬ — ?) বাঁশবেড়িয়া-হুগলী। রতনকৃষ্ণ শিরোমণি।। হুগলীর গোস্বামী-মালিপাড়া গ্রামের রামচন্দ্ৰ বিদ্যাবাগীশের কাছে ভাগবত শিক্ষা করেন। যৌবনে সঙ্গীদের সঙ্গে পাঁচালী ও কবিগান গাইতেন। বহরমপুরের কালীচরণ ভট্টাচার্যের কাছে কথকতা শেখেন। সুকথক হিসাবে খ্যাত হলেও তাঁর রচিত ভাবময় ও রসময় টপ্পা এবং কৃষ্ণ-বিষয়ক ও শ্যামা-বিষয়ক সঙ্গীতও যথেষ্ট উল্লেখযোগ্য। তাঁর বহু টপ্পা গান নিধুবাবুর টপ্পা নামে চলে। তিনি বাংলা, হিন্দী, আরবী ও ফারসী ভাষায় টপ্পা রচনা করেছেন। তাঁর রচিত ১৬৯টি সংগৃহীত গানের মধ্যে প্রেম-বিষয়ক গানের সংখ্যাই বেশী। এছাড়া বহু পদাবলীও আছে। ‘ভালবাসিবে বল্যে ভালবাসিনে’ তাঁর প্রসিদ্ধ গানগুলির অন্যতম। খ্যাতনামা কথক লালচাঁদ বিদ্যাভূষণ তাঁর পিতামহ।
পূর্ববর্তী:
« শ্ৰীদাম দাস
« শ্ৰীদাম দাস
পরবর্তী:
শ্ৰীধর দাস »
শ্ৰীধর দাস »
Leave a Reply