শ্ৰীদাম দাস (? — ১৮২০)। খ্যাতনামা কালিয়দমন যাত্রাকার। আখড়াই গানেও সুপ্ৰসিদ্ধ নিধুবাবুর প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় অবতীর্ণ হতেন। তিনি সুরকার ও সঙ্গীতকারও ছিলেন। তাঁর কৃতিত্বে যাত্রাগান তৎকালীন বাঙালী সমাজে বিশেষ একটি স্থান লাভ করেছিল। তাঁর ভাই সুবলও সঙ্গীতে পারদর্শী ছিলেন। তারা দুই ভাই সর্বপ্রথম কৃষ্ণযাত্রায় জুড়ি প্রথা প্রচলন করেছিলেন।
পূর্ববর্তী:
« শ্ৰীগোপাল বসুমল্লিক
« শ্ৰীগোপাল বসুমল্লিক
পরবর্তী:
শ্ৰীধর কথক, ভট্টাচাৰ্য »
শ্ৰীধর কথক, ভট্টাচাৰ্য »
Leave a Reply