শ্ৰীগোপাল বসুমল্লিক (১৮৫০ — ১৮৯৯) পটলডাঙ্গা-কলিকাতা। রাধানাথ। বেদান্ত শিক্ষার প্রসারের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থ দান করেন। ঐ অর্থ থেকে ‘শ্ৰীগোপাল মল্লিক ফেলোশিপ’ নামে বৃত্তিদানের ব্যবস্থা হয়। তাঁর উইলে তিনি একজন অধ্যাপকের বেতন এবং উক্ত অধ্যাপকের বেদান্ত বক্তৃতার উপর রচিত গ্রন্থের ৪০০ খণ্ড কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এবং ১০০ খণ্ড জনসাধারণের মধ্যে যাতে বিলি করা হয় তাঁর নির্দেশে দিয়েছেন।
পূর্ববর্তী:
« শ্ৰীকৃষ্ণানন্দ স্বামী
« শ্ৰীকৃষ্ণানন্দ স্বামী
পরবর্তী:
শ্ৰীদাম দাস »
শ্ৰীদাম দাস »
Leave a Reply