শ্ৰীকৃষ্ণ সার্বভৌম (১৮শ শতাব্দী)। ১৭০৩ খ্রী. নবদ্বীপাধিপতি রামকৃষ্ণ রায় তাঁকে ভূমি দান করেন। এই স্মার্ত পণ্ডিত নাটোরের রাজা রামজীবনের সভাপণ্ডিত ছিলেন। ‘শ্ৰীকৃষ্ণ শৰ্মা’ নামেও তাঁর পরিচয় ছিল। ১৭২২ খ্রী. তাঁর রচিত ‘কৃষ্ণপদমৃত’ এবং ১৭২৩ খ্রী. ‘পদাঙ্কদূত’, নবদ্বীপে প্রচারিত হয়। রচিত। অন্যান্য গ্রন্থ: ‘মুকুন্দপদমাধুরী’ ও ‘সিদ্ধান্তচিন্তামণি’।
পূর্ববর্তী:
« শ্ৰীকৃষ্ণ তর্কালঙ্কার
« শ্ৰীকৃষ্ণ তর্কালঙ্কার
পরবর্তী:
শ্ৰীকৃষ্ণকান্ত বিদ্যাবাগীশ »
শ্ৰীকৃষ্ণকান্ত বিদ্যাবাগীশ »
Leave a Reply