শ্ৰীকৃষ্ণ তর্কালঙ্কার। নবদ্বীপ। আদিনিবাস-মালদহ। ১৭/১৮ শতাব্দীর মধ্যে বর্তমান ছিলেন। স্মৃতিশাস্ত্ৰ অধ্যয়নের জন্য নবদ্বীপে আসেন এবং পাঠ সমাপ্তির পর সংসারী হন ও চতুষ্পাঠী স্থাপন করে সেখানেই বসবাস করতে থাকেন। তিনি জীমূতবাহনের দায়ভাগটীকা ও ‘দায়ক্রমসংগ্ৰহ’ নামে দায়ভাগ-সম্বন্ধীয় দুইটি গ্রন্থ প্রণয়ন করেন। সর্বশ্রেষ্ঠ টীকাগ্রন্থ হিসাবে এ দুইটি আজও নবদ্বীপে পড়ানো হয়। কোলব্ৰুক সাহেব ‘দায়ক্রমসংগ্রহে’র ইংরেজী অনুবাদ করেন। ধর্মধিকরণে দায়ভাগ সম্বন্ধে তাঁর মত সাদরে গৃহীত হত। তাঁর রচিত অপর গ্রন্থ: ‘সাহিত্যবিচার’। শ্ৰীহট্টের বানিয়াচঙ্গের রাজা পদ্মনাভ মিশ্র (কর্ণ খা) অন্যান্য পণ্ডিতদের সঙ্গে তাঁকেও নিজ রাজ্যে আহ্বান করে বসতি দান করেছিলেন।
পূর্ববর্তী:
« শ্ৰীকুমার বন্দ্যোপাধ্যায়
« শ্ৰীকুমার বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
শ্ৰীকৃষ্ণ সার্বভৌম »
শ্ৰীকৃষ্ণ সার্বভৌম »
Leave a Reply