শ্ৰীকুমার বন্দ্যোপাধ্যায় (১৫-১০-১৮৯২ –- ২৮-২-১৯৭০) কুশমোর-বীরভূম। মধুসূদন। প্রখ্যাত সাহিত্য-সমালোচক। ১৯০৬ খ্রী. এন্ট্রান্স, ১৯০৮ খ্রী. হেতমপুর কলেজ থেকে ১৪শ স্থান অধিকার করে এফ.এ. ও স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজীতে ঈশান স্কলার হয়ে বি.এ. পাশ করেন। ১৯১২ খ্রী. এম.এ. পরীক্ষাতেও ইংরেজীতে প্ৰথম শ্রেণীতে প্ৰথম হন। ১৯২৭ খ্রী. পি-এইচ.ডি. হন। পি-এইচ.ডি.’র থিসিস ছিল, ‘রোম্যান্টিক থিওরি-ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ’। রিপন কলেজ, প্রেসিডেন্সী কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে অধ্যাপনা ও রাজশাহী কলেজে উপাধ্যক্ষ হিসাবে কাজ করার পর পুনরায় কলিকাতা প্রেসিডেন্সী কলেজে ফিরে আসেন। এরপর সরকারী চাকরি ত্যাগ করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৫ খ্ৰী. পর্যন্ত ঐ পদে ছিলেন। দেশ স্বাধীন হবার পর কংগ্রেস দলের রাজনীতিতে অংশগ্রহণ করেন। কিছুদিন পশ্চিমবঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা’, ‘বাঙ্গালা সাহিত্যের কথা’, ‘সাহিত্য ও সংস্কৃতির তীর্থসঙ্গমে’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শ্ৰীকর নন্দী
« শ্ৰীকর নন্দী
পরবর্তী:
শ্ৰীকৃষ্ণ তর্কালঙ্কার »
শ্ৰীকৃষ্ণ তর্কালঙ্কার »
Leave a Reply