শ্যামেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য (১৯০৭ — ১৯৭৯) বালিয়াকান্দি-কাকদী, ফরিদপুর। বিপ্লবী। ২৬ বছরের কারাজীবনে ১৪ বছর কাটে পাকিস্তান জেলে। ১৯৫৪ খ্রী. তৎকালীন পূর্ব-পাকিস্তানের সাধারণ নির্বাচনে কংগ্রেস সমর্থিত কমিউনিস্ট পার্টির প্রার্থিরূপে এবং ১৯৭০ খ্ৰী. ন্যাপ (মোজাফফর) প্রার্থিরূপে বালিয়াকান্দি ফরিদপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭৩ খ্রী. চিকিৎসার জন্য ভারতে চলে আসেন ও ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন। হুগলীতে মৃত্যু।
পূর্ববর্তী:
« শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
« শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
পরবর্তী:
শ্রীকান্তিকুমার দাস »
শ্রীকান্তিকুমার দাস »
Leave a Reply