শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬-৭-১৯০১ –- ২৪-৬-১৯৫৩) ভবানীপুর-কলিকাতা। স্যার আশুতোষ। মিত্র থেকে প্ৰবেশিকা পাশ করে প্রেসিডেন্সী কলেজে ভর্তি হন। ১৯২১ খ্রী. বি.এ. ১৯২৩ খ্রী. প্ৰথম শ্রেণীতে প্ৰথম হয়ে এম. এ ও পরের বছর বি.এল. পাশ করে বিলাত যান। বিলাত থেকে ব্যারিস্টার হয়ে এলেও পিতার সহযোগী হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কাজে মনোনিবেশ করেন। মাত্র ২৪ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। পরে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট, এবং বারাণসী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক এল-এল-ডি উপাধি পান। ১৯৩৪ খ্ৰী. বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হন। বিশ্ববিদ্যালয়ে তাঁর কর্মতালিকা-(১) কৃষিশিক্ষার ব্যবস্থা, (২) বিহারীলাল মিত্রের অর্থে সোশ্যাল সায়েন্স বিভাগ প্রবর্তন, (৩) আশুতোষ মিউজিয়াম ও পাঠাগার স্থাপন এবং (৪) বাংলায় বৈজ্ঞানিক পরিভাষা প্রবর্তনের চেষ্টা। তিনি রাজনীতি ক্ষেত্রেই অধিক পরিচিত। হিন্দুমহাসভার নেতারূপে রাজনীতিতে প্ৰবেশ করেন। ১৯৪১ খ্রী. ফজলুল হক মন্ত্রিসভায় অর্থমন্ত্রিরূপে যোগদান করেন। ১৯৪২ খ্রী. কংগ্রেসের আহ্বানে ‘ভারত-ছাড়’ আন্দোলনে যোগ দেন। মেদিনীপুর জেলা সরকারী নির্যাতনের শিকার হলে ১৬-১২-১৯৪২ খ্রী. গুলিবর্ষণ, নারীধর্ষণ ইত্যাদি পৈশাচিক ঘটনার প্রতিবাদে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। পরের বছর ব্রিটিশ সরকার-সৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষে বাঙলাদেশের লক্ষাধিক লোক প্ৰাণ হারায়। এসময়ে তিনি উল্লেখযোগ্য সেবা কাজ করেন। ১৯৪৭ খ্ৰী দেশবিভাগের পর হিন্দুমহাসভাকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত করার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন। কয়েক বছর পর নীতিসংক্রান্ত ব্যাপারে বিরোধের জন্য পদত্যাগ করে ‘জনসঙ্ঘ’ নামে নূতন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। এই সময় থেকে ভারতীয় পার্লামেন্টে বিরোধী নেতারূপে অসাধারণ বাগ্মিতার পরিচয় দেন। বাঙলা তথা ভারতের নানা সমস্যায় নানাভাবে জড়িত ছিলেন। মাধ্যমিক শিক্ষা পরিষদ, মহাবোধি সোসাইটি, বঙ্গভাষাপ্রচার সমিতি, যামিনীভূষণ অষ্টাঙ্গ আয়ুৰ্বেদ ভবন, আশারাম ও হরলালকা হাসপাতাল, রাজনারায়ণ বসু স্মৃতিমন্দির, পণ্ডিচেরী অরবিন্দ আশ্রমে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কর্মময় জীবনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ভারত সরকারের কাশ্মীর নীতির প্রতিবাদে কাশ্মীরে প্রবেশ করে তথাকার সরকারের হাতে বন্দী হন। বন্দী অবস্থায় তিনি মারা যান।
পূর্ববর্তী:
« শ্যামাপদ ভট্টাচার্য
« শ্যামাপদ ভট্টাচার্য
পরবর্তী:
শ্যামেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য »
শ্যামেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য »
Leave a Reply