শ্যামাপদ ভট্টাচার্য – (৯-৩-১৮৯২ –- ২৭-৫-১৯৭৩) বহরমপুর-মুর্শিদাবাদ। হরিশঙ্কর। এম.এ., বি.এল. পাশ করেন। গান্ধীবাদী নেতা হিসাবে বিশেষ পরিচিত হলেও তাঁর আবাসস্থান সর্বপ্রকার মতাদর্শের রাজনৈতিক কামী ও নেতাদের এক মিলনক্ষেত্র ছিল। ১৯৩০ খ্রী. তিনি কারারুদ্ধ হন। এই সময় একটি ঘটনাকে কেন্দ্র করে ইংরেজ সরকার তাঁর ওকালতি লাইসেন্স এক বছরের জন্য বাতিল করে দেয়। ফলে বাঙলার আইনজীবী মহলে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ১৯৪২ খ্রী. আন্দোলনেও কারাবরণ করেন। একাধিকবার তিনি আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পূর্ববর্তী:
« শ্যামাপদ চক্রবর্তী
« শ্যামাপদ চক্রবর্তী
পরবর্তী:
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় »
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় »
Leave a Reply