শ্যামাপদ চক্রবর্তী (১৮-৫-১৩০২ — ১২-৬-১৩৭৫ ব. ) নাসিগ্রাম-বর্ধমান। রাজেন্দ্রনাথ। কলিকাতা বঙ্গবাসী কলেজের বাংলা সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক। সংস্কৃত এবং ইংরেজী সাহিত্যেও তাঁর দক্ষতা ছিল। এছাড়া তিনি ছিলেন পক্ষীতত্ত্ববিদ, নানা বৈজ্ঞানিক জ্ঞানের অধিকারী, বিভিন্ন পদ্ধতির চিকিৎসা বিদ্যার ব্যাপারে অনুসন্ধিৎসু, শিল্পী, কুশলী আলোকচিত্রকর ও সঙ্গীতজ্ঞ। কবি, সাহিত্যিক, গ্ৰন্থ সমালোচক হিসাবে খ্যাতি ছিল। ১৯৫৭ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ‘কাব্যের রূপ ও রস’ বিষয়ে শরৎ স্মৃতি বক্তৃতা দেন। তাঁর রচিত ‘অলংকার চন্দ্ৰিকা’ বিশেষ উল্লেখযোগ্য। অন্যান্য গ্ৰন্থ: ‘ওমর খৈয়ামের রুরাইয়াত’, ‘পুরুষ ও নারী’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শ্যামাপদ গোস্বামী
« শ্যামাপদ গোস্বামী
পরবর্তী:
শ্যামাপদ ভট্টাচার্য »
শ্যামাপদ ভট্টাচার্য »
Leave a Reply