শ্যামাপদ গোস্বামী (১৯০৫ — ২০-৩-১৯৭৩)। প্ৰখ্যাত সাতারু। ১৯৩৪ খ্রী. পাতিয়ালার সাঁতার প্রতিযোগিতায় তিনি বাঙলার প্রতিনিধিত্ব করেন। ঐ সময়ে দূর পাল্লা ও স্বল্প পাল্লার সাঁতারে রাজ্য চ্যাম্পিয়ন ছিলেন। ১৯৫১ খ্রী. প্রথম এশিয়ান গেমস-এ ভারতীয় ওয়াটার পোলো দলের তিনি কোচ ছিলেন। ভারত সেবার সোনা জিতেছিল। হেদুয়ায় সেন্ট্রাল সুইমিং ক্লাবের সদস্য থেকে বহু ছেলেমেয়েকে তিনি সাঁতার শিখিয়েছেন।
পূর্ববর্তী:
« শ্যামানন্দ সেন
« শ্যামানন্দ সেন
পরবর্তী:
শ্যামাপদ চক্রবর্তী »
শ্যামাপদ চক্রবর্তী »
Leave a Reply