শ্যামানন্দ সেন (১৯০১ –- ২৫-৬-১৯৮০) বজ্রযোগিনী—ঢাকা। নৃপেন্দ্রনাথ। বার বছর বয়সে বিপ্লবী যুগান্তর দলে যোগ দেন এবং ময়মনসিংহের প্রথম সারির নেতাদের ঘনিষ্ঠতায় আসেন। বাঘা যতীনের নেতৃত্বে পরিচালিত বালেশ্বরের যুদ্ধ সংঘটনের পর নেতারা আত্মগোপন করলে তাদের মধ্যে যোগাযোগ রক্ষার দায়িত্বভার সেই কিশোর বয়সেই তিনি বিশ্বস্ততার সঙ্গে পালন করেন। ১৯১৭ খ্রী. ভারতরক্ষা আইনে গ্রেপ্তার হয়ে প্রায় দুবছর পর ছাড়া পান। ময়মনসিংহে কংগ্রেস-সংগঠন তথা বৈপ্লবিক কর্মকেন্দ্ৰ সংগঠনে সুরেন্দ্রমোহন ঘোষের ঘনিষ্ঠতম কর্মী হিসাবে কাজ করেছেন। ১৯২৪ থেকে ১৯২৭, ১৯৩১ থেকে ১৯৩৮ এবং ১৯৪১ থেকে ১৯৪৬ খ্রী. কারারুদ্ধ ছিলেন। যুগান্তর দলের সংগঠক এবং বিভিন্ন পর্যায়ের কংগ্রেসী আন্দোলনে, তারকেশ্বর সত্যাগ্রহে সক্রিয় অংশ গ্ৰহণ করেছেন। অনুজ ভক্তিভূষণও (হারু) যুগান্তর দলের একনিষ্ঠ কর্মী ছিলেন।
পূর্ববর্তী:
« শ্যামাদাস বাচস্পতি
« শ্যামাদাস বাচস্পতি
পরবর্তী:
শ্যামাপদ গোস্বামী »
শ্যামাপদ গোস্বামী »
Leave a Reply