শ্যামাদাস বাচস্পতি (১৮৬৪ –- ৩-৭-১৯৩৪) চুপী-বর্ধমান। অন্নদাপ্রসাদ। ১২৯০ বৰ্ণ নবদ্বীপে ন্যায়শাস্ত্র ও ১২৯৪ বৰ্ণ কাশীতে আয়ুৰ্বেদ পাঠ শেষ করে কলিকাতায় ফিরে কবিরাজি শুরু করেন এবং বিভিন্ন প্রদেশের ছাত্রদের নিয়ে টোল খোলেন। দেশবন্ধুর ডাকে নিজের টোল ভেঙ্গে দিয়ে ‘বৈদ্যশাস্ত্ৰপীঠ’ প্ৰতিষ্ঠা করে ২ লক্ষ টাকা দান করেন ও শিক্ষকতা করতে থাকেন। রচিত গ্ৰন্থ : ‘চা-পানের দোষ’, ‘ব্ৰহ্মার কথা’, ‘শিবের কথা’, ‘ইন্দ্রের কথা’, প্রভৃতি।
পূর্ববর্তী:
« শ্যামাচরণ সরকার
« শ্যামাচরণ সরকার
পরবর্তী:
শ্যামানন্দ সেন »
শ্যামানন্দ সেন »
Leave a Reply