শ্যামাচরণ সরকার (২০-৩-১৮১৪ –- ১৪-৭-১৮৮২) মামজোয়ান-নদীয়া। জন্মস্থান পূৰ্ণিয়া—বিহার। পূৰ্ণিয়ার রাণী ইন্দ্রাবতীর দেওয়ান হরনারায়ণ। গ্রামের পাঠশালায় কিছুদিন পড়াশুনা করে কৃষ্ণনগরে শ্ৰীনাথ লাহিড়ীর নিকট ৬ বছর ফারসী ভাষা শেখেন। ১৮৩৭ খ্ৰী. কলিকাতায় আসেন এবং রামতনু লাহিড়ীর বাড়িতে থেকে ৫ বছর সেন্ট জেভিয়ার্স কলেজে ল্যাটিন, গ্ৰীক, ফরাসী, ইংরেজী ও ইতালীয় ভাষা শিক্ষা করেন। কলিকাতা মাদ্রাসায় কিছুকাল বাংলা ভাষার শিক্ষক ছিলেন। এই সময়ে উর্দু ও আরবী ভাষা শেখেন। ১৮৪২ খ্ৰী. সংস্কৃত কলেজে ইংরেজীর দ্বিতীয় শিক্ষক নিযুক্ত হন। ১৮৪৫ খ্রী. ব্ৰাহ্মধর্ম গ্ৰহণ করেন। ১৮৪৮ খ্রী. সদর দেওয়ানী আদালতে পেস্কারের চাকরি নেন। ১৮৫৭ খ্রী. সুগ্ৰীম কোর্টের চীফ ইনস্পেক্টর নিযুক্ত হন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তিনিই প্ৰথম বাঙালী ‘টেগোর ল লেকচারার’ (১৮৭২)। ২৬-৭-১৮৭৬ খ্রী. প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে’র তিনি প্রথম নির্বাচিত সভাপতি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন। ১৮৫৮ খ্রী. স্বগ্রামে একটি অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেন। তিনি আদি ব্ৰাহ্মসমাজের সদস্য হয়েও তাঁর সময়ের সমস্ত প্ৰগতিবাদী নেতার সঙ্গে একযোগে কাজ করেছেন। তাঁর রচিত ‘হিন্দু আইন’ ও ‘মুসলমান আইন’ গ্ৰন্থ দুটি উল্লেখযোগ্য। তিনি ইংরেজী, বাংলা ও উর্দু–তিন ভাষায় একখানি অভিধান সঙ্কলন করেন। কয়েকখানি উর্দু গ্ৰন্থও ইংরেজীতে অনুবাদ করেছিলেন। রচিত অন্যান্য গ্রন্থ: ‘intorduction to the Bengalee Language adapted to students who know English’, ‘The Muhammadan Law’ (1873, 1875) ‘Vyavastha Chandrika’, (vol. I, II), ‘বাঙ্গালা ব্যকরণ’, ‘ব্যবস্থা-দৰ্পণ (১ম, ২য় খণ্ড), ‘পাঠ্যসার’, ‘নীতিদর্শন’ প্রভৃতি। ‘বিদ্যাভূষণ’ উপাধিতে ভূষিত ছিলেন।
পূর্ববর্তী:
« শ্যামাচরণ লাহিড়ী
« শ্যামাচরণ লাহিড়ী
পরবর্তী:
শ্যামাদাস বাচস্পতি »
শ্যামাদাস বাচস্পতি »
Leave a Reply