শ্যামাচরণ লাহা (১৮২৫ — ১৮৯১)। হিন্দু কলেজের বৃত্তিপ্রাপ্ত ছাত্র। ১৮৬৯ খ্রী. ব্যবসায়ে উন্নতির জন্য বিলাত যান। দাৰ্জিলিং-হিমালয়ান রেলের ডিরেক্টর, ঈস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানীর পরামর্শ সভার সভ্য, অনারারি প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেট এবং ডিস্ট্রিক্ট বোর্ডের সদস্য ছিলেন। চক্ষু-চিকিৎসা ভবনের জন্য ৬০ হাজার টাকা দান করেছিলেন।
পূর্ববর্তী:
« শ্যামাচরণ রায়, রায়বাহাদুর
« শ্যামাচরণ রায়, রায়বাহাদুর
পরবর্তী:
শ্যামাচরণ লাহিড়ী »
শ্যামাচরণ লাহিড়ী »
Leave a Reply