শ্যামাচরণ বল্লভ (১৮৪৩? –- ১৮৯৮?) শ্বেতপুর-বারাসত-চব্বিশ পরগনা। মাতুলালয় ধান্যকুড়িয়ায় প্রতিপালিত হন। পাটের ব্যবসায়ে প্রচুর অর্থ উপার্জন করে বিভিন্ন অঞ্চলে জমিদারী কিনতে থাকেন। ১৮৯৬–৯৭ খ্রী. চব্বিশ পরগনার দুর্ভিক্ষে ধান্যকুড়িয়ায় অন্নসত্ৰ স্থাপন করে প্রতিদিন প্ৰায় দুই হাজার লোকের খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। ধান্যকুড়িয়া উচ্চ ইংরেজী বিদ্যালয় ও সংস্কৃত টোল স্থাপনে তিনি উপেন্দ্রনাথ সাউ বাহাদুরকে সাহায্য করেন। তাঁর প্রতিষ্ঠিত একটি অতিথিশালা আছে। ‘জুট লর্ড’ নামে তিনি প্ৰসিদ্ধ ছিলেন।
পূর্ববর্তী:
« শ্যামাচরণ দেব
« শ্যামাচরণ দেব
পরবর্তী:
শ্যামাচরণ মাইতি »
শ্যামাচরণ মাইতি »
Leave a Reply