শ্যামাচরণ দেব (৭-১১-১৮৭০ –- ২১-১১-১৯৬১) বানিয়াচঙ্গ-শ্ৰীহট্ট। হরিশচন্দ্ৰ। হবিগঞ্জ হাই স্কুল থেকে এন্ট্রান্স (১৮৮৯) এবং ১৮৯১ খ্রী. ঢাকা কলেজ থেকে এফ.এ. পাশ করে হবিগঞ্জ স্কুলে ও করিমগঞ্জ রতনমণি স্কুলে শিক্ষকতা করেন। পরে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে যোগ দেন এবং একটি ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করে সেখানে নামমাত্র বেতনে প্রধান শিক্ষকের কাজ করেন। ১৯১৭ খ্রী. সরকারের সঙ্গে বিতণ্ডার ফলে এই স্কুল ছেড়ে শিলচরে ক্ৰীশ্চন মিশন বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯২৩ খ্রী. শিলচরে তিনি ‘দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়’ স্থাপন করে সস্ত্রীক সামান্য বেতনে কর্মরত থাকেন। স্কুলটি স্বদেশী স্কুল-রূপে সুপরিচিত। ১৯১৭ খ্রী.। তিনি জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য, অসহযোগ আন্দোলনের সময় কাছাড় জেলা কংগ্রেসের যুগ্ম-সম্পাদক ও পরে সভাপতি হন। বহুবার কারাদণ্ড ভোগ করেন। বিধবা-বিবাহে উৎসাহী এবং হিন্দু জাতিভেদপ্রথা ও পর্দাপ্রথার বিরোধী ছিলেন।
পূর্ববর্তী:
« শ্যামাচরণ দাস
« শ্যামাচরণ দাস
পরবর্তী:
শ্যামাচরণ বল্লভ »
শ্যামাচরণ বল্লভ »
Leave a Reply