শ্যামল চক্রবর্তী (১৮-১-১৯২০ — ২৮-৬-১৯৭৫) কলিকাতা। উরুক্রমদাস। প্রেসিডেন্সী কলেজের ছাত্র। ১৯৪১ খ্রী. পলিটিক্যাল ইকনমিতে এম.এ. পাশ করেন। ১৯৪০ খ্রী. কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। ১৯৫৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সংগঠিত সামাজিক-অৰ্থনৈতিক সমীক্ষায় যোগ দেন। ১৯৫৮ খ্ৰী. বিদ্যাসাগর কলেজে পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা শুরু করে ক্রমে ঐ বিভাগের প্রধান অধ্যাপক হন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ-শিক্ষক সমিতির সদস্য এবং পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘হাউসিং কন্ডিশনস ইন ক্যালকাটা’, ‘টোয়েন্টি ফাইভ ইয়ার্স অব এড়ুকেশন’, ‘বিদ্যাসাগর’ প্রভৃতি। এছাড়া তিনটি পাঠ্যপুস্তক এবং বহু শিক্ষা-বিষয়ক প্ৰবন্ধ লিখেছেন। পূর্ব বার্লিনে শিক্ষা-ব্যবস্থা পরিদর্শনরত অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« শ্যামমোহিনী দেবী
« শ্যামমোহিনী দেবী
পরবর্তী:
শ্যামসুন্দর চক্রবর্তী »
শ্যামসুন্দর চক্রবর্তী »
Leave a Reply