শ্যামদাস ১। অদ্বৈতমঙ্গল-রচয়িতা একজন বৈষ্ণব কবি। বাল্যকালে কাশীতে বিদ্যাশিক্ষা করেন। দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে ‘কবিচূড়ামণি’ উপাধি পান। তিনি নানা স্থানের পণ্ডিতদের পরাস্ত করে শান্তিপুরে শ্ৰীমদদ্বৈতাচাৰ্য প্রভুর কাছে শ্ৰীকৃষ্ণাৰ্চনপ্রণালী ও শ্ৰীমদ্ভাগবত শিক্ষা শেষ করে দেশে ফেরেন। অদ্বৈতপ্ৰভু তাকে ‘ভাগবতাচাৰ্য’ উপাধি দিয়েছিলেন।
শ্যামদাস ২। চারশ্রেণী কায়স্থের কুলগ্রন্থের মধ্যে উত্তরাঢ়ীয় কায়স্থগণের প্রাচীন কুলগ্রন্থ ‘শ্যামদাসী ডাক’ উল্লেখযোগ্য। তাঁর ‘ডাকে’র ভাষা দেখে মনে হয় এগুলি চতুৰ্দশ শতাব্দীর পূর্বে রচিত। এতে অল্প কথায় সঙ্কেতে কুলপরিচয় দেওয়া আছে। তাঁর রচিত উত্তররাটীয় কুলপঞ্জিকাও পাওয়া গেছে।
পূর্ববর্তী:
« শ্যামকুমার নন্দী
« শ্যামকুমার নন্দী
পরবর্তী:
শ্যামদাস বন্দ্যোপাধ্যায় »
শ্যামদাস বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply