শ্যামকুমার নন্দী (? — ২৭-১১-১৯৩২) চট্টগ্রাম বিপ্লবী দলের সদস্য। ১৮৯৪-১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের বীরগণ আত্মগোপন করে আছেন, এই সংবাদ পুলিসের কাছে পৌঁছলে পুলিস চট্টগ্রামের পটিয়ার নিকটবর্তী জঙ্গলখাঁই নামক স্থানে একটি পরিত্যক্ত বাড়ি ঘেরাও করে। শ্যামকুমার পুলিস বেষ্টনী ভেদ করার চেষ্টায় নিহত হন। বাড়িটি অনুসন্ধান করে একজন অগ্নিদগ্ধ অসুস্থ যুবক ও একজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়।
পূর্ববর্তী:
« শৌরীন্দ্রমোহন ঠাকুর
« শৌরীন্দ্রমোহন ঠাকুর
পরবর্তী:
শ্যামদাস »
শ্যামদাস »
Leave a Reply