শৌরীন্দ্রমোহন ঠাকুর (১৮৪০ –- ৫-৬-১৯১৪) পাথুরিয়াঘাটা-কলিকাতা। হরকুমার। হিন্দু কলেজে পড়বার সময় বাংলা ও ইংরেজী সঙ্গীতশিক্ষা করেন। লক্ষ্মীপ্ৰসাদ মিশ্র ও ক্ষেত্ৰমোহন গোস্বামী তাঁর সঙ্গীতগুরু ছিলেন। হিন্দু সঙ্গীতের পুনরুদ্ধার ও বহুল প্রচারের জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। ইংরেজী সঙ্গীত এবং আৰ্যসঙ্গীত-বিষয়ক বহু মূল্যবান গ্ৰন্থ ও হস্তলিপি সংগ্ৰহ করে হিন্দু সঙ্গীতশিক্ষার উপযোগী বহু গ্ৰন্থ প্রচার করেছেন। ১৮৭১ খ্রী. হিন্দুমেলা উৎসবে তিনি সঙ্গীত-বিষয়ে প্রথম বক্তৃতা দেন। প্রকাশ্য সভায় বাংলায় সঙ্গীত আলোচনার তিনিই পথপ্ৰদৰ্শক। আগস্ট ১৮৭১ খ্রী. বঙ্গসঙ্গীত বিদ্যালয় এবং আগস্ট ১৮৮১ খ্ৰী. ‘Bengal Academy of Music প্রতিষ্ঠা করেন। ১৮৭৫ খ্রী. ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয় ও ১৮৯৬ খ্রী. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অফ মিউজিক’ হন। ভারতবাসীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মানজনক উপাধি পান। পারস্যের শাহ তাকে ‘নবাব শাহজাদা’ উপাধি এবং ইউরোপের বহু রাষ্ট্র তাকে রাষ্ট্ৰীয় সম্মান প্ৰদান করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সদস্য এবং জাস্টিস অফ দি পীস ছিলেন। ১৮৮০ খ্ৰীঃ ‘সিআইই’ ও পরে ‘রাজা’ এবং ১৮৮৪ খ্রী. বাঙালীদের মধ্যে সর্বপ্রথম ‘Kinght Bachelor of the United Kingdom’ উপাধি পান। ১৪ বছর বয়সে ‘ভূগোল ও ইতিহাসঘটিত বৃত্তান্ত’ নামে গ্ৰন্থ লেখেন ও পরে ‘মালবিকাগ্নিমিত্রে’র একটি বঙ্গানুবাদ প্ৰকাশ করেন। নাট্য-রচনায়ও দক্ষ ছিলেন। তাঁর রচিত ‘রসাবিষ্কার’ নাটক ১২-২-১৮৮১ খ্রী. পাথুরিয়াঘাটা রাজবাড়ির নাট্যশালায় অভিনীত হয়। রচিত অন্যান্য গ্ৰন্থ: ‘মুক্তাবলী’ (নাটক), ‘সঙ্গীতসার-সংগ্ৰহ’, ‘জাতীয় সঙ্গীত-বিষয়ক প্ৰস্তাব,’ ‘যন্ত্রক্ষেত্ৰদীপিকা’, ‘মৃদঙ্গ মঞ্জরী’, ‘একতান’, ‘যন্ত্রকোষ’ প্রভৃতি; সঙ্কলন গ্ৰন্থ: ‘মণিমালা’। দাতা হিসাবে খ্যাতি ছিল। সংস্কৃত কলেজে বৃত্তি ও মাসিক সাহায্যদান, বরিশালে বালিকা বিদ্যালয়ের জন্য ভূমিদান এবং লেডি ডাফরিন হাসপাতাল ও অ্যালবার্ট ভিক্টর কুষ্ঠাশ্রম প্রতিষ্ঠার জন্য প্রচুর অর্থ দান করেছিলেন। গঙ্গাসাগর দ্বীপে পিতার নামে পুষ্করিণী ও বরাহনগরে রাস্তা তৈরি করেন।
পূর্ববর্তী:
« শোভারাম বসাক
« শোভারাম বসাক
পরবর্তী:
শ্যামকুমার নন্দী »
শ্যামকুমার নন্দী »
Leave a Reply