শোভারাণী দত্ত (১৯০৬ — ৯-১১-১৯৫০) কলিকাতা। যতীন্দ্রনাথ। পৈতৃক নিবাস খুলনা। মাতা-বঙ্গীয় প্ৰাদেশিক কংগ্রেস কমিটির সভানেত্রী লাবণ্যপ্ৰভা দত্ত। ১৬/১৭ বছর বয়সে ব্ৰাহ্ম গার্লস ট্রেনিং স্কুল থেকে পাশ করেন এবং বৃন্দাবনে বিপ্লবী বীর রাজা মহেন্দ্ৰপ্ৰতাপ প্রতিষ্ঠিত ‘প্ৰেম মহাবিদ্যালয়ে’ শিক্ষাপ্ৰাপ্ত হয়ে পাঞ্জাবের নানাস্থানে ভ্ৰমণ করেন। পাঞ্জাবকেশরী লালা লাজপত রায়ের সঙ্গে পরিচয়ের মাধ্যমে বিপ্লবে প্রেরণা পান। ১৯৩০ খ্রী. মাতার সঙ্গে কলিকাতায় ‘আনন্দমঠ’ প্ৰতিষ্ঠা করেন। নারী সত্যাগ্ৰহ সমিতির কর্মিরূপে আইন অমান্য আন্দোলনে যোগ দেন। পলাতক বিপ্লবীদের আশ্রয় দিতেন ও নানাভাবে সাহায্য করতেন। ৮-৫-১৯৩৪ খ্রী. দাৰ্জিলিং-এ লেবং মাঠে গভর্নর অ্যান্ডারসনের উপর বিপ্লবী আক্রমণ হবার পর উজ্জ্বলা মজুমদার কলিকাতায় তাঁর বাড়িতে আশ্রয় নেন। ১৮ মে উভয়ে গ্রেপ্তার হন। ১৯৩৭ খ্রী. তিনি মুক্তি পান।
পূর্ববর্তী:
« শোভা সিংহ
« শোভা সিংহ
পরবর্তী:
শোভারাম বসাক »
শোভারাম বসাক »
Leave a Reply