শৈলেশ্বর বসু (১৮৮৬ — ১১-৬-১৯২৮) মাহীনগর-চব্বিশ পরগনা। কেদারনাথ। ছাত্রাবস্থায় বিদ্যালয়ে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথকে সংবর্ধনা জানানোর জন্য হরিনাভি বিদ্যালয় থেকে নরেন ভট্টাচাৰ্য (এম.এ.নরায়) সহ কয়েকজনের সঙ্গে বহিষ্কৃত হন। পরে অনুশীলন সমিতিতে যোগদান করে যতীন মুখার্জীর (বাঘা যতীন) সহকারিরূপে বৈপ্লবিক কাজে আত্মনিয়োগ করেন। তিনি ইউনিভার্সাল এম্পেরিয়ামের অন্যতম পরিচালক ছিলেন। জার্মানী থেকে আগ্নেয়াস্ত্ৰ আমদানীর ব্যাপারে ও বালেশ্বর মামলায় কারারুদ্ধ হন। কারাগারে অনশন করায় তাঁর স্বাস্থ্যভঙ্গ হয়। মুক্তি পাবার পর অসহযোগ আন্দোলনে পুনরায় কারাবরণ করেন। মানবেন্দ্রনাথ ও সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহকর্মী এবং চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সম্পাদক ছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকায় আধ্যাত্মিক প্ৰবন্ধ প্ৰকাশ করতেন। বিপ্লবী দলগুলির মধ্যে চাংড়িপোতা (চব্বিশ পরগনা) দলের অন্যতম স্তম্ভস্বরূপ ছিলেন।
পূর্ববর্তী:
« শৈলেশ্বর চক্রবর্তী
« শৈলেশ্বর চক্রবর্তী
পরবর্তী:
শোভা সিংহ »
শোভা সিংহ »
Leave a Reply