শৈলেন্দ্ৰচন্দ্র চট্টোপাধ্যায় (ফেব্ৰু ১৯১৪ — ১৭-১০-১৯৩৩) গাণ্ডদিয়া-বিক্রমপুর-ঢাকা। বিশ্বেশ্বর। এই বংশের একাধিক ব্যক্তি বিপ্লবী দলের সভ্য হয়ে রাজরোষে পড়েছেন। তিনি বাল্যকাল থেকেই গুপ্ত বিপ্লবী কার্যকলাপে যুক্ত ছিলেন। ১৭ বছর বয়সে আইএস-সি পড়ার সময় আটক-বন্দী হন। প্ৰথমে হিজলী বন্দীনিবাসে থাকেন। এখান থেকে বি.এ. পরীক্ষা দিয়ে ডিস্টিংশনসহ পাশ করেন। পরে তাকে রাজস্থানের দেউলী বন্দীশিবিরে পাঠানো হয়। এখানে অসুস্থ হয়ে ভুল ব্যবস্থার জন্য তিনি মারা যান।
পূর্ববর্তী:
« শৈলেন্দ্ৰ বিশ্বাস
« শৈলেন্দ্ৰ বিশ্বাস
পরবর্তী:
শৈলেন্দ্ৰনাথ গুহরায় »
শৈলেন্দ্ৰনাথ গুহরায় »
Leave a Reply