শৈলেন্দ্র সেন, ডা. (? – ১৯৭২) শল্য-চিকিৎসক। মেডিক্যাল কলেজ থেকে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা নগরীকেই কর্মক্ষেত্র হিসাবে বেছে নিয়েছিলেন। মানুষ হিসাবে তিনি অতি সামাজিক ও সহৃদয় ছিলেন এবং সকল সম্প্রদায়ের বিশেষ শ্ৰদ্ধা অর্জন করেছিলেন। জনহিতকর নানা অনুষ্ঠানের সঙ্গে তাঁর নিবিড় যোগ ছিল। পূর্ব-পাকিস্তানে মুক্তিযুদ্ধকালে অন্যান্য বুদ্ধিজীবীদের সঙ্গে পাক-সেনাদের হাতে তিনিও নৃশংসভাবে নিহত হন।
পূর্ববর্তী:
« শৈলেন রায়
« শৈলেন রায়
পরবর্তী:
শৈলেন্দ্রমোহন আঢ্য »
শৈলেন্দ্রমোহন আঢ্য »
Leave a Reply