শৈলেন্দ্ৰনাথ সেন (২-১২-১৯০১ — ২৩-১২-১৯৭২)। পয়াগ্রাম-খুলনা। ডাঃ পুলিনবিহারী। প্ৰসিদ্ধ চিকিৎসক। ১৯২৬ খ্রী. এম. বি. পাশ করে পিতার চেম্বারে চিকিৎসা-ব্যবসায় আরম্ভ করেন। ১৯৩২ খ্রী. উচ্চশিক্ষার্থ বিদেশে যান। সহযাত্রী ছিলেন সুভাষচন্দ্ৰ বসু। চিকিৎসার জন্য সুভাষচন্দ্রকে ভিয়েনায় রেখে এডিনবরায় আসেন এবং সেখানে এমআরসিপি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৩৪ খ্রী. দেশে ফেরেন। শিশু চিকিৎসায় পারদর্শী ছিলেন। হাওড়া হাসপাতাল, চিত্তরঞ্জন সেবাসদন, মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রভৃতির সঙ্গে পরিদর্শক চিকিৎসকরূপে যুক্ত ছিলেন। ১৯৪৭ খ্রী. অধুনালুপ্ত লেক কলেজের এবং ১৯৫২ খ্রী. কলিকাতা মেডিক্যাল কলেজের মেডিসিনের প্রফেসর নিযুক্ত হন। ১৯৬০ খ্রী. এডিনবরার এফ.আর.সি.পি, উপাধি পান। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের সভ্য, রাজ্যপালের অনারারি চিকিৎসক এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব মেডিসিনের ডীন ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক এম.ডি. উপাধি প্ৰদান করে।
পূর্ববর্তী:
« শৈলেন্দ্ৰনাথ দাশগুপ্ত (রুনু)
« শৈলেন্দ্ৰনাথ দাশগুপ্ত (রুনু)
পরবর্তী:
শৈলেশ্বর চক্রবর্তী »
শৈলেশ্বর চক্রবর্তী »
Leave a Reply