শৈলেন্দ্ৰনাথ দাশগুপ্ত (রুনু) (২২-২-১৯০০ — ৮-৮-১৯৮০) বরিশাল। ডেপুটি ম্যাজিষ্ট্রেটের পুত্র। কলিকাতায় স্কটিশচার্চ কলেজে পড়বার সময় বিপ্লবীদের সংস্পর্শে আসেন এবং স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। আইএস-সি. পরীক্ষার আগে ১৯১৮ খ্রী. গ্রেপ্তার হন। মুক্তির একমাস পরে পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে পাশ করেন। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাদণ্ড ভোগ করেন। বরিশালের বৈপ্লবিক প্রতিষ্ঠান ‘তরুণসঙ্ঘে’র প্রতিষ্ঠাতা-সম্পাদক। বরিশাল ন্যাশনাল স্কুল, ন্যাশনাল মেডিক্যাল স্কুল ইত্যাদি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯২৪ খ্ৰী. তাঁকে বরিশাল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। ১৯২৫–২৮ খ্রী. এবং ১৯৩০ – ৩৮ খ্রী. বিভিন্ন জেল ও বন্দীশিবিরে আটক থাকেন। ভালো খেলোয়াড় ছিলেন–বিশেষত হকিতে।
পূর্ববর্তী:
« শৈলেন্দ্ৰনাথ ঘোষ
« শৈলেন্দ্ৰনাথ ঘোষ
পরবর্তী:
শৈলেন্দ্ৰনাথ সেন »
শৈলেন্দ্ৰনাথ সেন »
Leave a Reply