শৈলেন্দ্ৰনাথ ঘোষ (৩-১১-১৮৯২ — ১৮-১২-১৯৪৯) নড়াইল—যশোহর। যদুনাথ। ১৯১৫ খ্ৰী. পদার্থবিদ্যায় ১ম শ্রেণীতে প্ৰথম হয়ে এম.এ.স-সি পাশ করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজের অধ্যাপক নিযুক্ত হন, কিন্তু বিপ্লব আন্দোলনে যোগ দিয়ে ১৯১৬ খ্ৰী. বাঙলাদেশ থেকে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ‘বার্লিন কমিটি’র নেতৃত্বে বৈপ্লবিক কাজে যোগ দেন। তারকনাথ দাসের সহযোগিতায় তিনি যুক্তরাষ্ট্রে ‘ভারতের অস্থায়ী শাসন পরিষদ’ (India’s Provisional Government) গঠন করে তাঁর নামে বিভিন্ন সরকারের কাছে ভারতের স্বাধীনতার জন্য আবেদন-পত্ৰ পাঠান। তাঁদের বিরুদ্ধে মার্কিন সরকার মামলা আরম্ভ করার আগেই তিনি মেক্সিকোতে পালিয়ে আত্মরক্ষা করেন। কিন্তু মেক্সিকো শহরে মানবেন্দ্রনাথের (নরেন ভট্টাচাৰ্য) সহকারিরূপে কিছুদিন আশ্রয় পেলেও শেষ পর্যন্ত মানবেন্দ্রনাথ তাঁকে বিতাড়িত করেন। ফলে বিশাল নদী সাঁতার কেটে পার হয়ে আমেরিকায় প্রবেশ করেন এবং গ্রেপ্তার হয়ে চার বছর কারাদণ্ডে দণ্ডিত হন। ১৯৩৫/৩৬ খ্রী. দেশে ফিরে প্রথমে কলিকাতা কর্পোরেশনে এড়ুকেশন অফিসার ও পরে ১৯৩৯ – ৪২ খ্রী. বরিশাল ব্ৰজমোহন কলেজে অধ্যাপনা করেন। ১৯৪২–৪৬ খ্রী. ঢাকা জগন্নাথ কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯৪৭ খ্রী. বিলাতে ভারতীয় হাইকমিশনারের ডেপুটি সেক্রেটারী হয়ে যান। সেখানেই মৃত্যু।
পূর্ববর্তী:
« শৈলেন্দ্ৰনাথ গুহরায়
« শৈলেন্দ্ৰনাথ গুহরায়
পরবর্তী:
শৈলেন্দ্ৰনাথ দাশগুপ্ত (রুনু) »
শৈলেন্দ্ৰনাথ দাশগুপ্ত (রুনু) »
Leave a Reply