শৈলেন্দ্ৰনাথ গুহরায় (৫-১১-১৯০০ — ৩১-৭-১৯৮০) শ্ৰীনগর-ঢাকা। যতীন্দ্রনাথ। এদেশের মুদ্রণশিল্পের বিশিষ্ট ব্যক্তি। সাঁওতাল পরগনার জামতাড়া হাই স্কুল থেকে ম্যাট্রিক, কলিকাতা সাউথ সুবারবন কলেজ (বর্তমান আশুতোষ কলেজ) থেকে আইএ এবং প্রেসিডেন্সী কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে বি.এ. পাশ করেন। বিপ্লবী ‘যুগান্তর’ দলের প্রকাশনার প্রয়োজনে ১৯২৩ খ্রী. প্রতিষ্ঠিত ‘শ্ৰীসরস্বতী প্রেস লিঃ’-এর তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। মুখ্যতঃ তাঁরই চেষ্টায় ১৯৩৬ খ্ৰী. প্ৰথম ‘প্রিন্টিং প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন’ স্থাপিত হয়। কলিকাতার যাদবপুরস্থিত ‘রিজিওন্যাল ইনস্টিটিউট অব প্রিন্টিং টেকনলজি’-র তিনি অন্যতম প্ৰধান উদ্যোক্তা এবং ১৯৫৪ – ৫৫ খ্রী. ‘অল ইণ্ডিয়া ফেডারেশন অব মাস্টার প্রিন্টার্স’-এর সম্পাদক ছিলেন। ভারতের বাইরে বহুবার মুদ্রণ শিল্পের প্রতিনিধিত্ব করেছেন। আমেরিকার বিখ্যাত ‘GATF’ সংস্থার প্রথম ভারতীয় ফেলো। ‘শরত সমিতি’র সম্পাদক ও বহু সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« শৈলেন্দ্ৰচন্দ্র চট্টোপাধ্যায়
« শৈলেন্দ্ৰচন্দ্র চট্টোপাধ্যায়
পরবর্তী:
শৈলেন্দ্ৰনাথ ঘোষ »
শৈলেন্দ্ৰনাথ ঘোষ »
Leave a Reply