শৈলেন রায় (১৯১০? –- ৭-৭-১৯৬৩) পাবনা। গোবিন্দ। কাব্যগীতির এক রোমান্টিক যুগের বিশিষ্ট গীতিকার। কুচবিহারে বাস করতেন। অল্পবয়স থেকেই কাব্যচর্চা আরম্ভ করেন। কলিকাতা সিটি কলেজে বি.এ. পড়তে আসেন এবং এখানে সম্ভবত কাজী নজরুলের আনুকূল্যে রেকর্ডের জন্য গান লিখবার সুযোগ পান। তাঁর প্রথম রচনা ‘স্মরণ পারের ওগো প্রিয়, তোমার মাঝে আপনহারা’ রেকর্ড করলেন (১৯২৭) কুচবিহারের আর একজন গায়ক আব্বাসউদ্দীন। পরবর্তী কালে বহু-স্বনামধন্য শিল্পীর কণ্ঠে তাঁর গান গীত হয়েছে। বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি গান বোধহয় তিনিই লিখেছেন। তাঁর গানে কবিত্বের সঙ্গে মিশেছিল ভাবের গভীরতা। তাছাড়া পরিবেশ অনুযায়ী সঙ্গীত রচনায় দক্ষ ছিলেন। ‘স্বপ্ন ও সাধনা’ ছবিতে সুপ্ৰভা সরকারের কণ্ঠে তাঁর রচিত গান ‘গানের সুরে জ্বালবো তারার দীপগুলি’ এবং উদয়ের পথে ছবিতে রেখা মিত্রের কণ্ঠে ‘গেয়ে যাই গান গেয়ে যাই’ স্মরণীয়। তাঁর রচিত অজস্র গানের মধ্যে ১৮০০ গান সংগৃহীত হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান ‘রাতের ময়ূর ছড়ালো যে পাখা’, ‘প্রেমের সমাধি তীরে নেমে এল শুভ্ৰ মেঘের দল’, ‘নবারুণ রাগে তুমি সাখী গো’, ‘তব লাগি ব্যথা ওঠে গো কুসুমি’, ‘জনম মরণ জীবনের দুটি দ্বার—’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শৈলেন মোহান্ত
« শৈলেন মোহান্ত
পরবর্তী:
শৈলেন্দ্র সেন, ডা. »
শৈলেন্দ্র সেন, ডা. »
Leave a Reply