শৈলেন মুখোপাধ্যায় (১৯২৮? — ৮-১১-১৯৭৮)। সঙ্গীতশিল্পী ও সুরকার। বহু আধুনিক গান ও রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করেছেন। উল্লেখযোগ্য শিশুসঙ্গীতের লং প্লেয়িং রেকর্ড- ‘শেয়াল পণ্ডিত’, ‘আলাদিন ও আশ্চর্য প্ৰদীপ’ প্রভৃতি। ‘সমুদ্র মন্থন’ নামে ওয়াটার ব্যালেতে সুর দিয়েছিলেন। ‘দোলনা’ ছায়াছবির সঙ্গীত-পরিচালক ছিলেন। মৃত্যুর কিছুদিন আগে ইউরোপে বিভিন্ন সঙ্গীত আসরে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান পরিবেশন করেন। শিশুসঙ্গীতের উপর তাঁর রচিত গ্ৰন্থ ‘ঝুমঝুম’।
পূর্ববর্তী:
« শৈলেন ঘোষ
« শৈলেন ঘোষ
পরবর্তী:
শৈলেন মোহান্ত »
শৈলেন মোহান্ত »
Leave a Reply