শৈলবালা ঘোষজায়া (২-৩-১৮৯৪ — ১৯৭৪) বর্ধমান। কুঞ্জবিহারী নদী। প্ৰখ্যাত ঔপন্যাসিক। ১৯০৭ খ্রী. বর্ধমান জেলার মেমরি গ্রামে নরেন্দ্রমোহন ঘোষের সঙ্গে বিবাহ হয়। বাল্যে বর্ধমান রাজ বালিকা বিদ্যালয়ের। কৃতি ছাত্রী ছিলেন। পরবর্তীকালে শিক্ষা পান পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতার কাছে। পারিবারিক পরিবেশ অনুকুল ছিল না। লুকিয়ে রাত জেগে লিখতেন। ‘শেখ আন্দু’ উপন্যাস লিখে স্বামীর হাত দিয়ে প্রবাসী অফিসে পাঠান ১৩২১ ব.। পরের বছর সেটি প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। এই উপন্যাসের নায়ক দরিদ্র মুসলমান এবং নায়িকা হিন্দু। কবিকঙ্কণ চণ্ডীর উপর গবেষণামূলক নিবন্ধ লিখে ‘সরস্বতী’ উপাধি পান। সাহিত্য চর্চার জন্য নদীয়ার মানন্দ মণ্ডলী তাকে ‘সাহিত্য ভারতী’ ও ‘রত্ন প্ৰভা’ উপাধি দেন। ১৩২৬ ব. স্বামী উন্মাদ রোগাক্রান্ত হয়ে দশ বছর পর মারা যান। তিনি নিজেও একটি চোখের দৃষ্টি হারান। তাঁর প্রকাশিত ৩৮টি গ্ৰন্থ ছাড়া বিভিন্ন মাসিক পত্রে উপন্যাস, আত্মজীবনী, ছোটগল্প ও অন্যান্য রচনা রয়েছে। রচিত গ্ৰন্থ : ‘নমিতা’, ‘জন্ম অপরাধী’, ‘জন্ম অভিশপ্তা’, ‘ইমানদার’, ‘মুচি’, ‘বিনির্ণয়’, ‘গঙ্গাজল’, ‘তেজস্বতী’, ‘চৌকো চোয়াল’, ‘জয়পতাকা’, ‘স্মৃতি চিহ্ন’, ‘অন্তরের পথে’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শৈলজানন্দ মুখোপাধ্যায়
« শৈলজানন্দ মুখোপাধ্যায়
পরবর্তী:
শৈলেন গঙ্গোপাধ্যায় »
শৈলেন গঙ্গোপাধ্যায় »
Leave a Reply