শেফালী নন্দী (৩০-৯-১৯২২ — ১৯-৫-১৯৭১) কিশোরগঞ্জ-ময়মনসিংহ। আইন ব্যবসায়ী গগনচন্দ্ৰ বিশ্বাস। আইএ পড়ার সময় ত্রিপুরা জেলার বিপ্লবী নেতা অখিল নন্দীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৯৪৯ খ্রী. বাংলায় এম.এ. পাশ করেন এবং অনেক বাধাবিপত্তি কাটিয়ে ১৯৫১ খ্রী. লন্ডনের উপকণ্ঠে surrey-তে মন্টেন্সরী ট্রেনিং কলেজে পড়তে যান। এ সময়ে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক শিশুরক্ষা সম্মেলনে যোগ দিতে ভিয়েনায় গিয়েছিলেন। মন্টেসরী-ডিপ্লোমা নিয়ে ১৯৫২ খ্রী দেশে ফেরেন। কলিকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা ছিলেন। ১৯৬৫ খ্রী. ইংরেজীতে এম.এ. পাশ করেন। দুঃস্থ ছেলেমেয়েদের সাহায্য করার জন্য মায়ের নামে ‘কুমুদিনী মেমোরিয়াল স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড’ গঠন করেছিলেন। রচিত গ্ৰন্থ: ‘সন্ধানীর চোখে পশ্চিম’, ‘রাজকুমারী রূপরেখা’, ‘গীতিমুখর ভিয়েনা’, ‘সিস্টার মিস মিত্র’, ‘সাগরে হাওরে’, ‘নানা চিন্তা’, ‘তাঁবু নগর’, ‘পান্নাদ্বীপ’, ‘Bengali For Foreigners’। অনূদিত গ্ৰন্থ : ‘বসন্ত’, ‘ভিটিয়ার ফান্ড’, ‘জয়াশুয়ার কথা’, ‘ইভান ইভানোবিচ’, ‘বরফের দেশে আইভ্যান’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শেফালী ঘোষ
« শেফালী ঘোষ
পরবর্তী:
শের দৌলত »
শের দৌলত »
Leave a Reply