শুদ্ধানন্দ, স্বামী (১৮৮৭ — ?) কলিকাতা। আশুতোষ চক্রবর্তী। পূর্বনাম সুধীর। বৃত্তিসমেত প্ৰবেশিকা পাশ করে বি.এ. পড়বার সময় স্বামী বিবেকানন্দের আদর্শে আকৃষ্ট হয়ে দীক্ষাগ্ৰহণ করে সংসারত্যাগী হন এবং নানা তীর্থ পর্যটন করেন। কলিকাতায় ফিরে লোকহিতে ও স্বদেশসেবায় ব্ৰতী হন। প্রায় ১০ বছর উদ্বোধনী পত্রিকা সম্পাদনা ও স্বামীজীর ইংরেজী গ্ৰন্থাবলীর বঙ্গানুবাদ করেন।
পূর্ববর্তী:
« শুক্ৰেশ্বর
« শুক্ৰেশ্বর
পরবর্তী:
শুভঙ্কর »
শুভঙ্কর »
Leave a Reply