শান্ত রক্ষিত। অষ্টম শতাব্দীর প্রথম ভাগে তিব্বতের রাজা Sron-btsan-sgampo যে দুই জন বাঙালী পণ্ডিতকে তাঁর রাজ্যে বৌদ্ধধর্ম প্রচারের জন্য নিয়ে যান, শান্ত রক্ষিত তাঁদের অন্যতর। তিনি নালন্দা মহাবিহারের অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন। তিব্বতীয়েরা তাঁকে আচার্য ‘বোধিসত্ত্ব’ নামে সম্বোধন করতেন। তিনি বৌদ্ধধর্ম-সম্প্রদায়ের নৈতিক চরিত্র সংশোধনের জন্য ও তাঁদের জীবনে সংযম শিক্ষা দেবার জন্য নিয়মাদি প্ৰণয়ন করেন। তিনি মাধ্যমিক মতবাদী বৌদ্ধ আচাৰ্য গৌড়পাদের গ্রন্থ থেকে একাধিক শ্লোক উদ্ধার করে তাঁর মতামত ব্যক্ত করেছেন। তিব্বতীয় একটি গ্রন্থে তাঁর পরিচয়–তিনি সাহোর রাজপরিবারের সন্তান। ঐতিহাসিকগণ সাহোরকে বাঙলার কোন একটি রাজ্য মনে করেন। তিনি প্ৰথমে নেপাল এবং সেখান থেকে তিব্বতে যান। তিনি এবং তাঁর সহকর্মী পদ্মসম্ভব দুই জনে তিব্বতে বৌদ্ধধর্ম প্ৰতিষ্ঠা করেন। তাঁর সম্মানার্থে তিব্বতের রাজা লাসায় একটি বৌদ্ধমঠ নির্মাণ করেছিলেন। বিখ্যাত বৌদ্ধ দার্শনিক গ্ৰন্থ ‘তত্ত্বসংগ্ৰহ, ‘মধ্যমকালঙ্কার-কারিকা’ ও তার বৃত্তি এবং ‘সত্যদ্বয়বিভঙ্গপঞ্জিকা’ নামে মহাযানী গ্রন্থগুলির তিনি রচয়িতা।
পূর্ববর্তী:
« শহীদুল্লাহ, মহম্মদ, ডঃ
« শহীদুল্লাহ, মহম্মদ, ডঃ
পরবর্তী:
শান্তশীলা পালিত »
শান্তশীলা পালিত »
Leave a Reply