শহীদুল্লাহ, মহম্মদ, ডঃ (১০-৭-১৮৮৫ — ১৩-৭-১৯৬৯) পিয়ড়া–চব্বিশ পরগনা। বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ। কলিকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে অনার্স নিয়ে বি.এ. (১৯১০) এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। মাঝে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯১৫ খ্রী. বসিরহাট কোর্টে ওকালতি করেন। পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষকরূপে কাজ করেন এবং ১৯২১ খ্রী. হরপ্ৰসাদ শাস্ত্রীর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও সংস্কৃতের অধ্যাপক নিযুক্ত হন। এখানে ৩০ বছর অধ্যাপনার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় বিভাগীয় প্রধানরূপে যোগ দেন। বাংলা ভাষার প্ৰাচীনতম নিদর্শন চর্যাপদাবলী-বিষয়ে গবেষণার জন্য প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট হন। চর্যাপদ যে সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত তা তিনিই প্রথম প্রমাণিত করেন এবং তার ধর্মতত্ত্ব নিয়ে তিনিই প্ৰথম আলোচনা করেন। শ্ৰীকৃষ্ণকীর্তন ও চণ্ডীদাস সমস্যা সম্পর্কে তাঁর মতামত পণ্ডিতজনগ্রাহ্য। বাংলা লোকসাহিত্যের প্রতি বিশেষ আগ্রহশীল ছিলেন। বহু ছোট গল্প ও কবিতা রচনা করেন। তাঁর ছোট গল্পের সঙ্কলন : ‘রকমারী’। সম্পাদিত পত্র-পত্রিকার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য : ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’, ‘বঙ্গভূমি’ ও ‘Peace’। প্রকৃতপক্ষে যে ভাষা আন্দোলনের জন্য স্বাধীন ‘বাঙলাদেশে’র জন্ম তার প্রথম ও প্রধান উদগাতা ছিলেন তিনি। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘বাংলা সাহিত্যের কথা’, ‘বাঙ্গালা ব্যাকরণ’, ‘শেষ নবীর সন্ধানে’, ‘ইকবাল’, ‘ওমর খৈয়াম’ প্রভৃতি। ‘বিদ্যাপতি-শতক’ তাঁর সম্পাদিত গ্ৰন্থ।
পূর্ববর্তী:
« শহীদুল্লাহ কায়সার
« শহীদুল্লাহ কায়সার
পরবর্তী:
শান্ত রক্ষিত »
শান্ত রক্ষিত »
Leave a Reply