শহীদ সাবের (? — ১৯৭১) চট্টগ্রাম। গল্পকার। কবিতাও লিখতেন। ১৯৪৯ খ্রী. জেলখানায় বসে লেখা তাঁর কারাজীবনের কাহিনী ‘আরেক দুনিয়া থেকে’ বিশেষ উল্লেখযোগ্য গ্ৰন্থ। স্বাতন্ত্র্যপ্রয়াসী নিঃসঙ্গ মানুষ শহীদ সাবের বামপন্থী লেখক বলে চিহ্নিত ছিলেন। পেশা ছিল সাংবাদিকতা। ১৯৫৯ খ্রী. থেকে তিনি প্রকৃতিস্থ ছিলেন না। তবু সাংবাদিক জীবনের অভ্যাস-বশে ‘দৈনিক সংবাদ’-এর কার্যালয়ে নিয়মিত যেতেন। পাক-সৈন্যেরা ঐ কাৰ্যালয়ে আগুন লাগিয়ে দিলে তিনি মারা যান। ঢাকার বাংলা একাডেমী ২১ ফেব্রুয়ারী ১৯৭৩ খ্রী. তাঁকে কবি-সাহিত্যিক হিসাবে মরণোত্তর পুরস্কার দিয়ে সম্মানিত করে।
পূর্ববর্তী:
« শশীবালা দাসী
« শশীবালা দাসী
পরবর্তী:
শহীদুল্লাহ কায়সার »
শহীদুল্লাহ কায়সার »
Leave a Reply