শশী হাজরা (? –- ২৪-১২-১৩৩৭ ব.) সন্তোষপুর-বর্ধমান। আনুমানিক ১৯০৮/০৯ খ্রী. ‘শান্তি-সম্প্রদায় অপেরা’ নামে তিনি যাত্রার দল করেন। তার কার্যালয় পরে কলিকাতায় স্থানান্তরিত হয়। এই দলেই স্বনামখ্যাত যাত্রাভিনেতা ফণিভূষণ মতিলাল (ছোট ফণি ১৯০৪ – ৭২) সর্বপ্রথম সখীর ভূমিকায় অভিনয় করেন। অন্যান্য দলের থেকে তাঁর দলের সাজসজার সমারোহ বেশী ছিল। মান্ধাতা পালার অভিনয়ে এই দল বিশেষ খ্যাতি অর্জন করে। ‘প্ৰতিজ্ঞাপালন’, ‘শ্ৰীদুৰ্গা’, ‘দ্ৰোণসংহার’, ‘মা’, ‘জয়দ্ৰথবধ’ প্রভৃতি পালাও অভিনীত হত। এই দলে বিবেকের গান ও জুড়িগান দুয়েরই রীতি ছিল। আততায়ীর হাতে নিহত হন।
পূর্ববর্তী:
« শশিভূষণ স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায়
« শশিভূষণ স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
শশীকুমার তর্কতীর্থ »
শশীকুমার তর্কতীর্থ »
Leave a Reply