শশীন্দ্রচন্দ্র সিংহ (১৮৬৫/৬৬ –- ১৯-২-১৯১৮) করিমগঞ্জ–কাছাড়, আসাম। শম্ভুনাথ। শ্ৰীহট্টের অধিবাসী ছিলেন। প্রথম জীবনে তিনি চা বাগানের সঙ্গে ব্যবসায়ে লিপ্ত থাকলেও পরবর্তী কালে সাংবাদিকতাকে তাঁর জীবনের শ্রেষ্ঠ ব্রতরূপে গ্ৰহণ করেন। ‘sylhet Chronicle’ দৈনিক সংবাদপত্রের প্রকাশক ছিলেন। সেই পত্রিকায় ব্রিটিশ শাসকদের কঠোর সমালোচনা করতেন। ফলে অল্পকাল পরেই পত্রিকাটির প্রকাশ নিসিদ্ধ করা হয়। ততদিনে দেশময় খ্যাতি ছড়িয়ে পড়ে ও তাকে ‘Lion of Assam’ বলে অভিহিত করা হয়। ‘অমৃতবাজার পত্রিকা’র সম্পাদকের কার্যভার গ্রহণের জন্য কলিকাতায় আসার পরই তাঁর মৃত্যু হয়। অর্থনীতিবিদ শশধর সিংহ তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« শশীচন্দ্ৰ দত্ত
« শশীচন্দ্ৰ দত্ত
পরবর্তী:
শশীপদ বন্দ্যোপাধ্যায় »
শশীপদ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply