শশীচন্দ্ৰ দত্ত (১৮২৪ — ৩০-১২-১৮৮৫) রামবাগান–কলিকাতা। পীতাম্বর। হিন্দু কলেজে শিক্ষা। চাকরি জীবনে সরকারী ট্রেজারীতে সামান্য কেরানীরূপে প্রবেশ করেন এবং অ্যাকাউন্টস বিভাগের হেড অ্যাসিস্ট্যান্ট পদে উন্নীত হন। কিন্তু ইংরেজ গভর্নর জর্জ ক্যাম্পবেল তাঁর অ্যাসিটেন্ট সেক্রেটারীর পদলাভের অন্তরায় হলে প্ৰতিবাদে স্বেচ্ছায় অবসর-গ্ৰহণ করেন। ‘মুখার্জীস ম্যাগাজিন’-এ প্রকাশিত ‘রেমিনিসেন্স অফ এ কেরানীজ লাইফ’ প্রবন্ধে তিনি সরকারী পদলাভের ঘৃণিত পদ্ধতিকে উন্মোচন করেন। সিপাহী বিদ্রোহ সম্পর্কে তাঁর অভিজ্ঞতা বিশদভাবে বর্ণনা করেন ‘শঙ্কর–এ টেল অফ দি ইণ্ডিয়ান মিউটিনী’ গ্রন্থে। বার্টন ছদ্মনামে বিভিন্ন পত্রপত্রিকায় ইংরেজীতে কবিতা, গল্প প্ৰবন্ধ লিখতেন। তাঁর অকপট রচনার জন্য অ্যাশলী ইডেন, এরস্কাইন প্যারী প্রভৃতি রাজপুরুষ ও সরকারের ক্ৰোধ উৎপাদন করেন। তাঁর রচিত অন্য গ্ৰন্থ : ‘vision of sumerie’। সরকার তাকে ‘রায়বাহাদুর’ উপাধি দিয়েছিলেন। প্ৰখ্যাত ঐতিহাসিক, সাহিত্যিক রমেশচন্দ্রের তিনি পিতৃব্য ও অভিভাবক ছিলেন।
পূর্ববর্তী:
« শশীকুমার হেশ
« শশীকুমার হেশ
পরবর্তী:
শশীন্দ্রচন্দ্র সিংহ »
শশীন্দ্রচন্দ্র সিংহ »
Leave a Reply