শশিভূষণ রায়চৌধুরী (১৮৬৯ — ১৯২২) তেঘরা–চব্বিশ পরগনা। বিশিষ্ট বিপ্লবী ও বঙ্গদেশে শ্রমজীবী শিক্ষার প্রসারে উদ্যোগী। স্কুলের ছাত্রাবস্থায় তিনি যে কাজ শুরু করেন। পরে তা তেঘরা শ্রমজীবী বিদ্যালয়ে পরিণত হয়। বাংলায়। নৈশ ও শিল্পবিদ্যালয় গঠন আন্দোলনে এটির বিশেষ ভূমিকা ছিল। অশেষ দারিদ্র্যের মধ্যে থেকেও তিনি নিজের কলেজের পড়া এবং শ্রমজীবী বিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব পালন করেন। রিপণ কলেজে অধ্যক্ষ সুরেন্দ্রনাথের প্রিয় ছাত্র ছিলেন। তাঁর উদ্যোগে কলিকাতার নানাস্থানে যে আখড়া, সমিতি, ব্যায়ামাগার গড়ে ওঠে তার অনেকগুলিই ১৯০২ খ্রী. ‘অনুশীলন সমিতি’তে রূপান্তরিত হয়। ‘অনুশীলন সমিতি’র সঙ্গে যুক্ত হয়ে তিনি প্ৰধানতঃ শিক্ষার দিকটা নিয়েই থাকতেন। নানা কারণে পড়া অসমাপ্ত রেখে চাকরিতে যেতে হয়। শিক্ষকতা বৃত্তি নিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্থানে কাজ করেছেন। উড়িষ্যার বিখ্যাত ‘সত্যবাদী ওপেন এয়ার স্কুল’-এর প্রথম পরিকল্পনা তাঁর। এই বিদ্যালয় স্থাপনে তিনি গোপবন্ধু দাসকে বিশেষভাবে সাহায্য করেছেন। তিনি নিজে বিহারের গয়া ও মুঙ্গেরে এবং বাংলাদেশে নদীয়া জেলায় একটি করে উচ্চ ইংরেজী বিদ্যালয় স্থাপন করেন। ১৯১৭ খ্ৰী. ডিফেন্স অব ইণ্ডিয়া অ্যাক্ট-এ তিন বছর বিনা বিচারে কারারুদ্ধ থাকেন। জীবনের শেষভাগে দৌলতপুর কলেজের সুপারিন্টেডেন্ট ছিলেন।
পূর্ববর্তী:
« শশিভূষণ রায়
« শশিভূষণ রায়
পরবর্তী:
শশিভূষণ স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায় »
শশিভূষণ স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায় »
Leave a Reply