শঙ্কর তর্কবাগীশ (১৭২৩? –- ১৮১৬?) তাঁর পিতা যদুরাম সার্বভৌম মুর্শিদাবাদ অঞ্চল থেকে অনুমান ১৭০০ খ্রী. নবদ্বীপ আসেন। ১৯শ শতাব্দীর শেষভাগ পর্যন্ত তিনি কর্কশ তর্কশাস্ত্রের প্রতিভার মুখ্য অবতার ছিলেন। পিতারকাছে ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করেন। নবদ্বীপের প্রধান নৈয়ায়িক পদে সুদীর্ঘকাল প্রতিষ্ঠিত ছিলেন। বাঙালী প্রতিভার মূর্ত প্রতীকরূপে ভারতের সর্বত্র অসাধারণ প্রতিপত্তি লাভ করেন। নানা শাস্ত্ৰে পাণ্ডিত্যের জন্যই তাঁর চতুষ্পাঠীতে ছাত্রসংখ্যা সর্বাপেক্ষা অধিক ছিল। ছাত্রদের মধ্যে বিদেশীও ছিল। তাঁর ৪ জন নবদ্বীপবাসী শ্রেষ্ঠ ছাত্র ‘নাথচতুষ্টয়’ নামে পরিচিত ছিলেন। শিবনাথ বাচস্পতি তাঁর কনিষ্ঠ পুত্র। তিনি নবদ্বীপরাজ কৃষ্ণচন্দ্র ও বর্ধমানরাজ তিলকচাঁদের দানভাজন ছিলেন।
পূর্ববর্তী:
« শঙ্কর চট্টোপাধ্যায়
« শঙ্কর চট্টোপাধ্যায়
পরবর্তী:
শঙ্কর ভট্টাচার্য »
শঙ্কর ভট্টাচার্য »
Leave a Reply