সীতারাম দাস ওঙ্কার নাথ (১৮৯১ — ৫/৬-১২-১৯৮২) ড়ুমুরদহ–হুগলী। প্ৰাণহারি চট্টোপাধ্যায়। পূর্বাশ্রমের নাম প্ৰবোধ। ভারতীয় সনাতন ধর্মের অন্যতম প্ৰবক্তা। নানা পর্যায়ে সাধনা করে সিদ্ধিলাভ করেন। তাঁর মতে ‘শাস্ত্ৰই ভগবানের বাঙ্ময়ী রূপ’, ‘কলিযুগে নাম ও প্রেমেই মুক্তি’। তাই বাংলা অক্ষরে অনুবাদ সহ সংস্কৃত সনাতন শাস্ত্রের গ্রন্থাবলী প্ৰকাশ, সেই সঙ্গে নামপ্রচার, ভারতের বহুস্থানে মঠ ও আশ্রম স্থাপন, শতাধিক স্থানে অখণ্ড নামাযজ্ঞের প্রতিষ্ঠা, সনাতন ধর্ম ও সংস্কৃতি প্রচারের জন্য বিভিন্ন ভাষায় ১২টি পত্রিকা প্রকাশের ব্যবস্থা করেছেন। রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব শাখায় দীক্ষিত হলেও ভক্তের আধার। বিবেচনা করে শাক্ত, শৈব, বৈষ্ণব সব মন্ত্রেই দীক্ষা দিতেন। অর্ধশতাধিক নাটক রচনা করেন। ভাল কীর্তন গায়ক ছিলেন। বহু সঙ্গীত রচনা করেছেন। সঙ্গীত-বিজ্ঞানের ওপর তথ্যগ্রন্থ, নাটক, রম্যরচনা, দর্শনের বই মিলিয়ে প্রায় শ দুই গ্ৰন্থ রচনা করেছেন।
পূর্ববর্তী:
« সীতানাথ সিদ্ধান্তবাগীশ
« সীতানাথ সিদ্ধান্তবাগীশ
Leave a Reply