সীতা দেবী ১ (১৫শ শতাব্দী) ফুলিয়া–নদীয়া(?)। নৃসিংহ ভাদুড়ী। স্বামী বৈষ্ণবপ্রবর অদ্বৈত আচার্য। তাঁর ভগিনী শ্ৰীদেবী অদ্বৈত আচার্যের অপর স্ত্রী। সীতাদেবী চৈতন্য-জননী শচীমাতার গুরুপত্নী ছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি বহু সাধু-বৈষ্ণবকে দীক্ষা দান করেন। লোকনাথ দাস রচিত ‘সীতাচরিত্র’ কাব্যে তাঁর জীবনকথা ও মাহাত্ম্য বর্ণিত আছে।
সীতা দেবী ২ (১০-৪-১৮৯৫ — ২০-১২-১৯৭৪) কলিকাতা। প্ৰখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়। আদি নিবাস বাঁকুড়া। সীতা দেবী ও তাঁর জ্যেষ্ঠ ভগিনী শান্তা দেবীর রচনা এককালে বাঙলাদেশের সাহিত্যক্ষেত্রে যথেষ্ট আলোড়ন তুলেছিল। প্রথম তের বছর পিতার কর্মস্থল এলাহাবাদে কাটে। এলাহাবাদে মেয়েদের ভাল স্কুল না থাকায় গৃহশিক্ষকের কাছে দুই বোনের শিক্ষা শুরু হয়। সাংবাদিক পিতাকে ঘিরে যে সাহিত্যিক ও সাংস্কৃতিক আবহাওয়ার সৃষ্টি হয় তাঁর মধ্যে তাঁরা বড় হয়ে ওঠেন। ১৯০৮ খ্রী. এলাহাবাদের বাস উঠিয়ে পিতা কলিকাতায় ফিরলে তিনি বেথুন স্কুলে ভর্তি হন। ১৯১২ খ্রী. ম্যাট্রিক ও ১৯১৬ খ্রী. ইংরেজীতে অনার্স নিয়ে বি.এ. পাশ করেন। এর আগে দুই বোনে মিলে হিন্দুস্থানী উপকথার অনুবাদ করেন। ১৯১৭ খ্রী. থেকে প্রায় দুই বছর পিতার সঙ্গে শান্তিনিকেতনে থাকাকালে রবীন্দ্রনাথের ও ঠাকুর পরিবারের নিকট-সংস্পর্শে আসেন। ২৮-৯-১৯২৩ খ্রী. ‘কল্লোল’ ও ‘প্রবাসী’ যুগের লব্ধপ্রতিষ্ঠ সাহিত্যিক সুধীরকুমার চৌধুরীর সঙ্গে তাঁর বিবাহ হয়। বিবাহের পর স্বামীর সঙ্গে প্ৰায় ৬ বছর রেঙ্গুনে থাকেন। ছাত্রাবস্থা থেকেই তাঁর সাহিত্যজীবনের সূত্রপাত। প্রবাসীতে গল্প লিখতেন। দুই বোনে মিলে সংযুক্তা দেবী নাম দিয়ে ‘উদ্যানলতা’ নামে প্রথম উপন্যাস রচনা করেন। এরপর শিশুপাঠ্য ‘সাত রাজার ধন’, ‘আজব দেশ’, ‘হুক্কাহুয়া’, ‘নিরেট গুরুর কাহিনী’ প্রভৃতি অনেক বই লেখেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস : ‘মাটির বাসা’, ‘পরভৃতিকা’, ‘মহামায়া’, ‘ক্ষণিকের অতিথি’, ‘বন্যা’, ‘জন্মস্বত্ব’, ‘পথিকবন্ধু’, ‘মাতৃঋণ’ প্রভৃতি। রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তাঁর স্মৃতিচারণা ‘পুণ্যস্মৃতি’ শেষ-বয়সের রচনা। অন্য রচনা, ‘নানা রঙের দিনগুলি’, ‘পথিকবন্ধু’, ‘সেকালের কথা’। তিনি নিজের ও শান্তা দেবীর অনেক গল্প ইংরেজীতে অনুবাদ করেছেন। সেই গল্পগুলি ‘টেলস অফ বেঙ্গল’ নামে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৯৬০ খ্ৰী. কলিকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মহিলা দিবসের সুবৰ্ণজয়ন্তী উৎসবে তিনি সভানেত্রী ছিলেন।
পূর্ববর্তী:
« সিরাজুল হক খান, ড.
« সিরাজুল হক খান, ড.
পরবর্তী:
সীতানাথ দত্ত, তত্ত্বভূষন »
সীতানাথ দত্ত, তত্ত্বভূষন »
Leave a Reply