সিন্ধুবালা দেবী (আনুমানিক ১৮৯৫ — ১৯২৯) ইন্দাস-বাঁকুড়া। অগ্নিীমন্ত্রে দীক্ষিত, যুগান্তর দলের কর্মী, দামোদর উপত্যকার নারী বিপ্লবীদের অগ্ৰণী। ভারত-জার্মান ষড়যন্ত্রের সময় ১৯১৭ খ্রী. তিলজলায় স্বামী দেবেন ঘোষের রেলওয়ে কোয়ার্টসে যুগান্তর দলের পলাতক বিপ্লবীদের আশ্রয় দেবার অভিযোগে তাঁর নামে ওয়ারেন্ট বার হয়। আসন্নপ্রসবা সিন্ধুবালাকে গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্ৰ করে যে প্ৰতিবাদ ওঠে তাতে মাসখানেক পরে তাকে মুক্তি দেওয়া হয়। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাঁকুড়ার গৃহবধু ননীবালা গুঁই, চারুবালা দেবী, রাজরাজেশ্বরী হাজরা, বাসন্তী দেবী, চারুবালা দে, হিল্লোলবাসিনী বাগুলী প্রভৃতি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন।
পূর্ববর্তী:
« সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়
« সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়
পরবর্তী:
সিন্ধুবালা মাইতি »
সিন্ধুবালা মাইতি »
Leave a Reply