সিতিকণ্ঠ বাচস্পতি, মহামহোপাধ্যায় (১৮৬৭ -– ১৯২৩)। আন্দুলিয়াপাড়া—নবদ্বীপ। ক্ষেত্ৰনাথ চূড়ামণি। ১২৯২ বা নবদ্বীপের ‘বঙ্গবিবুধজননী সভা’ কর্তৃক ‘বাচস্পতি’ উপাধি লাভ করেন। কর্মজীবনের প্রথমে টোলে ও পরে বর্ধমানরাজের বিজয় চতুষ্পাঠীতে স্মৃতিশাস্ত্ৰ অধ্যাপনা করেন। ১৯১১ খ্রী. কলিকাতা সংস্কৃত কলেজের টোল বিভাগে স্মৃতির অধ্যাপক নিযুক্ত হন। অবসর-গ্রহণের পর তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলেন। নবদ্বীপ বঙ্গবিবুধজননী সভার সম্পাদক ছিলেন। ১৯২৮ খ্রী. সরকার কর্তৃক ‘মহামহোপাধ্যায়’ উপাধি-ভূষিত হন। রচিত গ্ৰন্থ: ‘অলঙ্কারদর্পণ’, ‘ভারতের দণ্ডনীতি’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« সিকান্দার আবু জাফর
« সিকান্দার আবু জাফর
পরবর্তী:
সিদু মাঝি »
সিদু মাঝি »
Leave a Reply